রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে নির্বাচন শেষ পর্যায়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে । আজ বুধবার পৌনে ৪টার দিকে সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাহিরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। তিনি একই ইউনিয়নের মামুদপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ভোটগ্রহণ চলাকালে বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রের বাহিরে মেম্বর প্রার্থী আইজল মিয়ার (টিউবওয়েল) সমর্থক আবু তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী মেম্বর প্রার্থী রাসেল আহমেদের (পাখা) কর্মী-সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবু তাহেরকে একা পেয়ে রাসেলের কর্মী-সমর্থকরা ধারালো হাসুয়া দিয়ে তার কলা কেটে ফেলে। গুরুত্বর রাসেলকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয় তার।
এ ঘটনার পরপরই কেন্দ্র ও কেন্দ্রের আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী।