বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় দেহ ব্যবসা কাজে লিপ্ত অবস্থায় খদ্দর ও দেহ ব্যবসায়ী নারী ধরা পড়লে। ধাড়ালো অস্ত্রে দিয়ে জামিল হোসেন নামে এক যুবক কুপিয়ে গুরুতর আহত করেছেন।
আহত যুবক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানাযায়, সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের আবু কালামের মেয়ে রিক্তা আক্তার দীর্ঘদিন যাবৎ এলাকায় দেহ ব্যবসা করে আসছিলেন। ঘটনার রাতে নিজ শয়ন ঘরে একই গ্রামের রুপচান রবি দাসের ছেলে রনজিত রবিদাসের সঙ্গে দেহ ব্যবসা করছিলো। এ সময় পথচারী একই গ্রামের জামিল হোসেন দেহ ব্যবসার বিষয়টি টেরপেয়ে দেহ ব্যবসায়ী নারী রিক্তা আক্তার ও খদ্দর রনজিত রবিদাস কে ঘরের ভেতর হাতে নাতে আটক করে। এ সময় খদ্দর ও দেহ ব্যবসায়ী নারী ছাড়া পেতে তারা ধাড়ালো অস্ত্র দিয়ে জামিল হোসেন কে উপর্যোপরি আঘাত করে। এতে জামিল হোসেন গুরুতর আহত হয়। আহত জামিল হোসেন কে প্রথম সাঘাটা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন করা হয়। এ বিষয়ে আহত জামিল হোসেনের স্ত্রী রতœা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮, তারিখ- ১৮/০৩/২০২০ইং।