রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার মাঠে মাঠে এখন দিগন্তজোড়া পাকা আমন আবাদের সমারোহ। অনুকূল আবহাওয়া,সময়োপযোগী সেচ এবং সারের মূল্যে কৃষকের হাতের নাগালে থাকায় এ উপজেলায় বাম্পার ফলন হয়েছে। মাঠে এখন জমির ধান পাকা শেষ পয্যায়ে। কৃষকরা ধান কেটে ঘড়ে উঠাতে ব্যস্ত সময় পার করছেন। বিগত ১০ বছরের চেয়ে এবার আমনের ফলন প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় কৃষকদের চোখে মূখে হাসির ছাপ ফুটে উঠেছে। উপজেলার উল্যা গ্রামের কৃষক মফিজুর রহমান বলেন, ৭ বিঘা জমিতে আমন ধান লাগিয়েছেন। বিগত দিনের চেয়ে ফলন বেশ ভাল হওয়ায় খুশি বলে জানান ওই কৃষক। একই এলাকার সাকোয়া গ্রামের কৃষক শাহাদৎ হোসেন ও নজরুল ইসলাম জানান, আবহাওয়া ভালো থাকায় এবার তাদের আমন আবাদের ফলন অনেক বেশি ভাল হয়েছে। রোগ বালাইয়ের প্রকোপও তেমন নেই। সরেজমিন উপজেলার ভরতখালী ইউনিয়নের কুকড়াহাট গ্রামে গিয়ে দেখা গেছে,ওই গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের দুই বিঘা জমিতে বি. আর-১১,উচ্চ ফলনশীল জাতের (উফশি) ধান পাকা প্রায় শেষ। দুই বিঘা জমিতে ২০ থেকে ৩০ মন ধান পাওয়া যাবে বলে আশা করছেন ওই কৃষক। এ ছাড়া উপজেলার বোনারপাড়া, জুমারবাড়ী, কচুয়া, হলদিয়া, মুক্তিনগরসহ ১০ ইউনিয়নে ধান প্রায় পাকা শেষ। কৃষি সম্প্রসারণ অফিসার জানান,এবারে উপজেলায় ১৩ হাজার ৮শ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাএা নির্ধারণ করা হয়েছে। আবাদ হয়েছে ১১ হাজার ৮ শ ৫০ হেক্টর। বন্যায় ক্ষতি হয়েছে ২৩শ হেক্টর।