সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিআরডিবি সুবিধাভোগীদের বসতবাড়ীতে নার্সারীকরণ ও খাদ্য শস্য প্রক্রিয়াজাত করণ, সংরক্ষণ এবং বাজারজাত করণ বিষয়ে ৬ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, ইউডিএফ মঞ্জুর সামাদ, ইপিদুল হাসান, পরিদর্শক শাহিনুর বেগম প্রমুখ।