রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় ছাগল ভ্যানের নিচে পরার তুচ্ছ ঘটনায় ছাগলের মালিক ভ্যান চালককে পিটিয়ে আহত করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক মুজিবুর রহমান (৬০) মারা গেছেন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, গত ৮ সেপ্টেম্বর সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের পুটিমারি গ্রামের ভ্যানচালক মজিবুর রহমান ধনারুহা গ্রামের আতিয়ার রহমান টিক্কার বাড়ীর সামনে সরকারি পাকারাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানের নিচে ছাগল পরে আহত হয় । এঘটনায় ছাগলের মালিক আতিয়ার রহমান টিক্কা ভ্যান চালক মজিবুর রহমানকে পাকারাস্তার উপর ফেলে বেধর মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা আহত ভ্যানচালক মজিবুর রহমানকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা মুমুর্ষ হ্ওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমান গত সোমবার রাতে মারা যায় । এঘটনায় মজিুবুর রহমানের স্ত্রী বাদি হয়ে সাঘাটা থানায় হত্যা মামলার এজাহার দায়ের করেন। গতকাল ১২ সেপ্টেম্বর সাঘাটা থানার ওসি তদন্ত আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শণ করে লাশ ময়না তদন্তের জন্য প্রেরন করেছে।