শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড-এর আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নাসিরুল আলম স্বপনের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, সাঘাটা-ফুলছড়ি উপজেলার অভিভাবক উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত তুহিন হোসেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, সাবেক ডিপুটি কমান্ড আজাহার আলী, দেলোয়ার হোসেন, মোস্তফা সরদার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল্লাহ আনসারী।