বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার আলহাজ্ব এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি’র সুস্থ্যতা কামনায় দো’য়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঘাটা উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন । বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা যুবলীগ সহঃ সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব এবং ফুলছড়ি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান।
এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বিআরডিবি চেয়ারম্যান মঞ্জুর মোর্শেদ বাপী, যুদ্ধকালীন কমান্ডার সামছুল আলম, সাখাওয়াত হোসেন, শাজাহান আলী, সোহেল রানা, এম রাজীব প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন- মাওলানা মোঃ আব্দুল্লাহ আনছারী।