সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:৫৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি’র ব্যক্তিগত তহবিল থেকে সাঘাটা উপজেলার গটিয়া ও চকদাতেয়া গ্রামের ভুমিহীন ও গৃহহীন দুইটি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামের ওসমান আলী ও পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া গ্রামের আব্দুল মজিদ শেখ এর হাতে গত সোমবার উক্ত ঘরের চাবি হস্তান্তর করেন ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি।
এ সময়- এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী আহসান কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ কাওছার আলী, আ’লীগ নেতা সুমন মিয়া, ঠিকাদার ছানা মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।