শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সাঘাটায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সহধর্মিনী মরহুমা আনোয়ারা রাব্বীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার দুপুরে গটিয়া গ্রামে কবর জিয়ারত শেষে মোনাজাত করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। এ সময় তিনি করোনা থেকে মুক্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহসান কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, ইউএনও মহিউদ্দিন জাহঙ্গীর, বোনারপাড়া সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, সাঘাটা থানা অফিসার ইনর্চাজ বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, অধ্যক্ষ আফজাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শেষে মানুষের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়।