সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:৪৩ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে গতকাল বৃহস্পতিবার ডেপুটি স্পিকারের সফল অস্ত্রপাচার হওয়ায় শোকরানা আদায় ও ২০২১ইং সালের এস,এস,সি পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির তুহিনের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন । বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার আজিজার রহমান, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি নাছিরুল আলম স্বপন, প্রভাষক শামছুজোহা টিপু, শিক্ষক আব্দুল হালিম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ঐশী, আছমাউল হুসনা সাবিলা, সুরাইয়া ফালগুনি আজাদ, আফিয়া, সুমাইয়া, শরণীকা, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আনিছুর রহমান প্রমূখ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বক্কর সিদ্দিক ।