শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১১ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো-অপারেশনের আয়োজনে সাঘাটা উপজেলায় গত মঙ্গলবার পরিষদ মিলনায়তনে ট্রাফিক আইন, নিরাপদ সড়ক নিশ্চিত করন ও যাত্রী সেবা মান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ইউএনও সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব,উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হাসান,জাইকা প্রকল্পের ইউডিএফ অরবিন্দু রায় প্রমুখ।