শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার জুমারবাড়ী-সোনাতলা পাকা রাস্তার বাজিতনগর পূর্বপাড়া নামক স্থানে ব্রীজটির তলায় গর্তের সৃষ্টি হয়ে দেবে গেছে। যে কোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটনার আশংকা রয়েছে।
এ রাস্তা দিয়ে উপজেলার জুমারবাড়ী, হলদিয়া, সাঘাটা, ঘুড়িদহ, কামালেরপাড়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকার হাজার হাজার লোকজন সোনাতলা ও বগুড়া শহরে মালামাল আনা নেওয়া করে থাকে।
দৈনন্দিন এ রাস্তা দিয়ে শত শত ভারী যানবাহন, ট্রাক, বাস, অটোরিক্সা, রিক্সা, সি.এন.জি যাতায়াত করে থাকে। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি বাজিতনগর পূর্বপাড়া ব্রীজটি দেবে যাওয়ায় যেকোন মূহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। অথচ সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জরুরী ভিত্তিতে ব্রীজটি সংস্কার করার জন্য এলাকাবাসী জোর দাবি জানান।
জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান রোস্তম আলী জানান- ব্রীজটি দেবে যাওয়ার প্রায় অর্ধমাস অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় নি।