রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:২৬ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নয়ন কুমার রায়, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার ১০ টি স্টল পরিদর্শন করেন।