বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৭ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গতকাল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ত্রান ও পূর্ণবাসন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, সাঘাটা থানার ওসি বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, বোনারপাড়া জিআরপি থানার ওসি আব্দুল মান্নান ফরায়েজী প্রমুখ।