শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন গতকাল রবিবার র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা নাজমুল হক, ইউপি সচিব আব্দুস সাত্তার, মাসুম কামাল, আনছার আলী, দেওয়ান এমদাদুল হক, রওশন আলম বুলবুল, সাইদুল ইসলাম, বুলবুল কবির, রতন কুমার, দুলাল চন্দ্র, আবু সাহিন প্রধান প্রমুখ।