সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা” সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে গতকাল জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবি’র চেয়ারম্যান সামছুল হক সরকার, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু, উপজেলা প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
একইদিন গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ হল রুমে আন্তর্জাতিক অহিংস দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী সাজু, সাধারণ সম্পাদক প্রভাষক শাহ আলম, শিক্ষক নাজমিয়ারা ইয়াসমিন, লাভলী আক্তার, রওশন আরা প্রমুখ।