মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন

সাঘাটায় জমির মালিক কর্তৃক রাস্তা কেটে জমি বাড়ানোর অভিযোগ

সাঘাটায় জমির মালিক কর্তৃক রাস্তা কেটে জমি বাড়ানোর অভিযোগ

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কামালেরপাড়া সরকারী কাচাঁ রাস্তা অবৈধভাবে কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের মান্নান মেম্বারের বাড়ি হতে কৈচরা মিন্টু মিয়ার চাতাল পর্যন্ত সরকারী কাচাঁ রাস্তা ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সংস্কার কাজ চলছে। গজারিয়া গ্রামের মৃত আজহার আলীর পুত্র আবদুল বাকী ও তার ছোটভাই তারেক রাস্তার পার্শ্বে তাদের চাষাবাদের জমি থাকায় তারা গত ৬ই জুন সকালে রাস্তার সাইড থেকে মাটি কেটে তাদের জমিতে ফেলে দেয়। এতে একটু বৃষ্টি হলেই রাস্তাটি শতভাগ ধসে যাওয়ার আশংকা রয়েছে। উক্ত রাস্তার প্রকল্প সভাপতি মহিলা ইউপি সদস্যা আলেয়া বেগম জানান, উল্লেখিত ব্যক্তিদ্বয় যেভাবে রাস্তার সাইড কেটে তাদের জমি বাড়াচ্ছে এতে রাস্তাটি যেকোনো মুহুর্তে ধসে গিয়ে জনসাধারণের চলাচলে চরম বিঘœ ঘটবে। ইউপি চেয়্যারম্যান সাহিনুর ইসলাম জানান সম্পূর্ণ অবৈধভাবে রাস্তার সাইড কাটা হয়েছে। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com