সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ সাঘাটায় ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রস্তাবিত স্থানে নির্মাণের দাবিতে গত বুধবার সাঘাটা-জুমারবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী । বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন। জানাযায়, পরিষদ ভবন পুরাতন হওয়ায় জমি ক্রয় করে জেলা প্রশাসক বরাবরে প্রস্তাব পাঠায়। সম্প্রতি ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সরেজমিনে এসে জমি নিচু খাল ও রাস্তা না থাকায় হবে না মর্মে মতামত দেন। এদিকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পএে বলা হয় উচু ও রাস্তা নির্মাণ করে পুনরায় প্রস্তাব পাঠানোর জন্য । পরে প্রস্তাবিত স্থানে মাটি ফেলে উঁচু ও রাস্তা নির্মাণ করা হয়। তিন মাস অতিবাহিত হলেও নতুন ভবন নির্মান কাজের অগ্রগতি নেই । ঘুড়িদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ইতিমধ্যে আমরা জায়গা কিনেছি রাস্তাও করেছি এবং ওই জায়গা উঁচু করন করেছি। এলাকাবাসীর দাবি উক্ত স্থানে ভবন নির্মাণ হওয়া। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, প্রস্তাব পাঠানো হয়েছিল ফেরত দিয়েছে। সরেজমিনে পরিদর্শন করে আবার পাঠানো হবে। এটা প্রক্রিয়াধীন রয়েছে।