শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৫৮ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ করোনায় স্বাস্থ্য বিধি না মেনে, সরকারি আদেশ অমান্য করে, সাঘাটা উপজেলার হাট-ভরতখালী গো-হাট বসানোয় বন্ধ করে দেয় প্রশাসন। গত শনিবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন ও গাইবান্ধা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে হাটে আসা লোকজনকে বাড়িতে ফেরত পাঠিয়েছে। সেই সাথে হাট বন্ধ রাখার জন্য ইজারাদারকে নির্দেশ প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় বেশ কয়েকজন ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করা হয়। উপস্থিত ছিলেন সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন সুইট, পুলিশ ও বিডিআর সদস্যরা।