শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৫ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু জন্ম শত বার্ষীকি উদযাপন উপলক্ষে সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠ উল্যা ভরতখালি আঞ্চলিক বাস্তবায়ন কমিটির আয়োজনে ফয়জার রহমান মন্ডল স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুনার্মেন্ট ২০২০ এর সৈয়দপুর বনাম বাংলা হিলি দলের ফুটবল খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি। এসময় সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, সমাজ সেবা অফিসার আবু সুফিয়ান, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, বোনারপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উল্যা ভরতখালীর ফুটবল খেলা কমিটির সভাপতি শামছুল হক চপল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন লিটু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, ভরতখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাফরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা জাকিরুল করিম হিরন, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা প্রমুখ।