বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৭ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের ২ সন্তানের জননী সাবানা (৪৫) নামের এক গৃহবধু নির্মম ভাবে খুন হয়েছে।
জানা যায়, গাইবান্ধা সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের রোকনুজ্জামানের দ্বিতীয় স্ত্রী সাবানা বেগম গতকাল মঙ্গলবার ভোরে ঘর থেকে বের হয়ে বাথরুমে গেলে কে বা কারা পেছন থেকে টিউবওয়েলের হাতা দিয়ে মাথায় সজরে আঘাত করে । সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পরে এবং অতিরিক্ত রক্ত ক্ষরনের ফলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী থানায় খবর দিলে গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মইনুল হক, সাঘাটা থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির ঘটনা স্থলে পৌছেঁ লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়ে দেয়। নিহত সাবানা বেগমের স্বামী রোকনুজ্জামান কুমিল্লায় চাকুরীরত রয়েছে বলে এলাকা বাসী সূত্রে জানা যায়। প্রতিবেশীরা জানান পারিবারিক কলোহের জের ধরে এই হত্যা কান্ড সংগঠিত হয়েছে বলে তারা ধারনা করছে।