শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝারাবর্ষা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মামুন (৩২) গাঁছের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, প্রাণ কোম্পানির পিকআপ ভ্যান চালক মামুন পারিবারিক ভাবে ঝগরা বিবাদ করে ঘর থেকে বের হয়ে যায়। গত রোববার ভোরে বিল বস্তা বিলের ধারে গাঁছে ঝুলন্ত অবস্থায় স্থানীয় লোকজন দেখতে পেয়ে। সাঘাটা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন বলেন, সে নিজে আত্মহত্যা করেছেন। তবে এলাকায় এ মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।