সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৬ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অর্থবছর খরিপ-২ মৌসুমে রোপা আমন ধানের হাইব্রিড ও উফশী জাতের বীজ এবং সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে উক্ত বীজ ও সার বিতরণে উদ্বোধন করেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তুহিন হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাদেক্জ্জুামান, কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানা, আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।