সোমবার, ২৩ মে ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় ৬নং ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ গত বৃহস্পতিবার খামার পবনতাইড় গ্রামের মরহুম তোফাজ্জল হোসেনের বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম। ঘুড়িদহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বাবু অনিল কুমার বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল, সাঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ সাম শীল আরেফিন টিটু, খায়রুল বাশার রুবেল, মোকছেদুর রহমান সাজু, সাজ্জাদুর রহমান রানা, আব্দুল মতিন, জয়নুল আবেদীন, বজলার রহমান টিয়া, বেলাল হোসেন, শফিকুল ইসলাম, রাজু আহম্মেদ প্রমূখ।