সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ দি-লেপ্রসিমিশন ইন্টারনেশন্যাল বাংলাদেশের উদ্দোগে যোগসূত্র স্থাপন ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে মবিলাইজেশন এন্ড ইমপাওয়ারমেন্ট অফ পিপল লিভিং উইথডিস অ্যবিলিটিস প্রজেক্টের আওতায় সাঘাটায় কুষ্ঠ আক্রান্ত, প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের সংগঠন স্ব-নির্ভর দল সমূহের সাথে যোগসূত্র স্থাপনের জন্য এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বক্তব্য রাখেন ডাক্তার ছানা উল্যা, উপজেলা সমবায় অফিসার আব্দুল কাফি, উপজেলা সমাজ সেবা সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী মহিলা বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম, দি-লেপ্রসিমিশন ইন্টারনেশন্যাল বাংলাদেশ এরিয়া ডেভেলোপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফ্যাসিলিটেটর শামছুন্নাহার, আরিফুর রহমান প্রমুখ।