শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩০ অপরাহ্ন

সাঘাটায় এনামুল হত্যা মামলার ২০ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার হয়নি

সাঘাটায় এনামুল হত্যা মামলার ২০ দিন অতিবাহিত হলেও আসামি গ্রেফতার হয়নি

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার রামনগর গ্রামের এনামুল হক হত্যা মামলার ২০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ আসামি গ্রেফতার করতে সক্ষম হয়নি।
মামলার বিবরণে যানা যায়, উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের সাফির পুত্র প্রতিবন্ধি এনামুল হক গত ১৪ নভেম্বর তার ছেলের বউকে ঢাকা পাঠানোর জন্য বোনারপাড়া বাস স্ট্যান্ডে এসে ছেলের বউকে বাসে তুলে দিয়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের আলম মিয়া, মাজেদুল ইসলাম রাত আনুমানিক ১১ টায় রামনগর গ্রামের রাস্তা থেকে দুই ব্যাক্তি ডেকে নিয়ে ধানক্ষেতে বেধম মারপিট করে। এতে এনামুল গুরুত্বর অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরের দিন ১৫ নভেম্বর সকালে সাঘাটা হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে বগুড়া যাওয়ার পথিমধ্যে সে মারা যায়। তার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে সাঘাটা থানায় ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখঃ ১৫/১১/২০২০ইং। এনামুল হত্যার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com