সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় মিস্টার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গতকাল সকালে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে তার লাশ উদ্ধার করে।
জানা গেছে, গত বুধবার বিকেল ৪ টায় ফুলছড়ি উপজেলার খোঞ্জাপাড়া চর থেকে কালুরপাড়া চরে দুইজন যুবক ঘাস কাটতে আসে। ঘাস কেটে যাওয়ার সময় মিস্টার নামের যুবক হঠাৎ নৌকা থেকে পড়ে যায় (সাথে থাকা ব্যক্তির সূত্রে জানা যায়)। কিন্তু পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যায়নি। প্রায় ৩৬ ঘন্টা পর গতকাল বৃহস্পতিবার সকালে এলাকার লোকজন মাছ ধরতে গিয়ে তার মরদেহ দেখতে পায় এবং শনাক্ত করে তার পরিবারকে খবর দেওয়া হয়। উদ্ধারকৃত অবস্থায় তার ঘাড় ভাঙ্গা, নাক চোখ মুখ বিকৃত অবস্থায় পাওয়া যায়।