রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা থানা পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলা কচুয়া বাজার থেকে ১০ টি ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক কৃতরা হলোঃ সাঘাটা ইউনিয়নের ছাট যোগীপাড়া গ্রামের হামেদ আলীর ছেলে শান্ত মিয়া (২০), একই গ্রামের আলী আকবরের ছেলে আলমগীর হোসেন (২৫)। সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন জানান, আটক কৃতরা দীর্ঘ দিন ধরে মাদক কারবারীর সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তাদেরকে সাঘাটা উপজেলা কচুয়া বাজার থেকে আটক করে তাদের কাছে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। আটক কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ৬৩ (১)এর ১০(ক) /৪১, ২০১৮ আইনে মামলা দায়ের করে গাইবান্ধা জেল হাজতে প্রেরন করা হয়েছে।