মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলির ব্রিজ এলাকায় গতকাল রোববার দুপুরে ইজিবাইকের ধাক্কায় নাঈম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত নাঈম মিয়া নশিরারপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নাঈম বাড়ির পাশের সাঘাটা-মহিমাগঞ্জ সড়ক পার হওয়ার সময় মহিমাগঞ্জ থেকে আসা ইজিবাইকটি হঠাৎ তাকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই সে নিহত হয়। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মো. রাজু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।