শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:৪২ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় আলুচাষে আশানুরুপ ফলন না হওয়ায় দিন দিন কৃষকরা হতাশায় পড়েছেন। আলু রোপনের সময় বীজ আলুর দাম প্রতিবারের চেয়ে এবার দ্বিগুন চড়া হওয়ায় উপজেলায় আলু চাষ এবার কম করছেন কৃষকরা। অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে আলুর বীজ লাগানোর সঠিক সময় পেরিয়ে গেলেও কৃষকরা জমি চাষ করে তৈরি করে নিলেও বীজ আলুর অগ্নিমূল্য ও সংকটের কারণে বিপাকে পড়েছিল তারা । বিগত দিনের চেয়ে এবার বীজ আলুর মূল্য দুইগুন বৃদ্ধির ফলে অনেক আলু চাষি আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন। এতে করে এলাকায় আলু উৎপাদনে ব্যাপক ভাবে হ্রাস পেয়েছে।
সরজমিনে উপজেলায় ঘুরে দেখা গেছে, গতকাল উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের কৃষক নুরুনবী ও লুৎফর মিয়া ২০ শতাংশ জমিতে আলু চাষের জন্য জমি চাষ কাজে ব্যস্ত সময় পাড় করছেন। একই গ্রামের কৃষক আব্দুল লতিফ সাথে কথা হলে তিনি বলেন, এবারে আলু বীজের দাম বেশী তাই সামান্য জমিতে চাষ করছি। মুক্তিনগর ইউনিয়নের ধানঘড়া গ্রামে নারী-পুরুষরা জমিতে আলু চাষের কাজে ব্যস্ত সময় পাড় করছেন। কৃষক আনারুল জানান, এবারে প্রতি মন (৪০ কেজি) বীজ আলু বিক্রি হয়েছে ১২শ থেকে ১৩শ টাকায়। যেখানে বিগত বছরই ৮শ থেকে ৯শ টাকায় প্রতি মন বীজ আলু পাওয়া গেছে। সাঘাটা উপজেলার মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কৃষকরা প্রতি বছরই লাভবান হওয়ার উদ্দেশ্যে আলুচাষে ঝুঁকে পড়েন। সে অনুযায়ী জমি তৈরি করে কিন্তু বীজ আলুর মূল্য বৃদ্ধির কারণে সবজি চাষের তালিকা থেকে আলু বাদ দিয়েছেন বলে অনেকেই জানালেন । বেশি দামে বীজআলুসহ সার কীটনাশক দ্বারা আবাদ করে দাম না পাওয়ার ভয়ে তারা আলু চাষে ঝুঁকি নেয়নি। উপজেলার আমদির পাড়া গ্রামের কৃষক কফিল উদ্দিন জানান, প্রতি বছর দুই বিঘা জমিতে আলু চাষ করি এবার বীজ ও সারের দাম চড়া তাই সামান্য জমিতে আলু চাষ করেছি নিজেদের খাওয়ার জন্য।এখন বাজারে প্রতি কেজি আলুর দাম ২০ থেকে ২২ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি অফিসার এ কে এম মবিনুজ্জামান জানান, উপজেলায় ৩শ ৮৮হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাএা নির্ধারণ করা হয়েছিল।