সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করছে একটি চক্র।
গত ১২ জুলাই সোমবার দিবাগত রাতে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়ন, চাকলী গ্রামের মাহবুবুর এর বরেন্দ্র সেচ পাম্পের কাজে ব্যবহারিত পল্লী বিদ্যুৎ এর ৩ টি ট্রান্সফরমার চুরি করেছে দুঃসাহসিক চোর।
একই রাতে কচুয়া ইউনিয়ন শতিতলা গ্রামের ফেরদাউস হোসের বরেন্দ্র সেচ পাম্পের কাজে ব্যবহারিত পল্লী বিদ্যুতের ৩ টি ট্রানেফরমার চুরি করেছে এক চক্র। ভুক্তভোগী পরিবার মাহবুবুর রহমান বলেছেন এব্যাপারে সাঘাটা থানায় ৪৬৫ নম্বরে একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুত কর্মকর্তাদের সংগে কথা বললে তারা জানান আমাদের করার কিছুই নেই। আমরা এব্যাপারে প্রশাসনের সংগে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করবো।