সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১১ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার দূর্গাপুর গ্রামের গোলজার রহমানের লাইসেন্সকৃত সেচ পাম্পের সন্নিকটে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি তথ্য গোপন করে ভূয়া দলিল দেখিয়ে পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগ সাজশ করে অবৈধ ভাবে নতুন সংযোগ নেয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। উপজেলার বোনারপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মহির উদ্দিনের পুত্র গোলজার রহমান তার নিজস্ব জমিতে সেচ পাম্প স্থাপন করে নিয়মিত ইরি জমিতে পানির সিচে দিয়ে আসছেন। সম্প্রতি একই গ্রামের মৃতঃ শামছুল হকের পুত্র আব্দুর রাজ্জাক তথ্য গোপন করে ভূয়া দলিলের ৮২৪ দাগ নং দেখিয়ে পল্লী বিদ্যুৎ এর অসাধু কর্মকর্তার যোগ সাজশে অবৈধ ভাবে গোলজার রহমানের সেচ পাম্পের ৯০ফিট দূরে বাঁশের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মহুর্তে বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা রয়েছে।