শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:২১ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলায় অবৈধ ভটভটি ও নছিমন চলাচলে দূর্ঘটনা বাড়ছে। এসব অবৈধ ভটভটি ও নছিমন যান্ত্রিক চালিত হওয়ায় সাধারণ লোকজন চালক হিসেবে এটি যাত্রী ও মাল বোঝাই করে পরিবহন করায় দূর্ঘটনার কবলে পড়ছে। গত এক মাসে সাঘাটা-গাইবান্ধা সড়কে ভটভটি ও নছিমন দূর্ঘটনায় মৃত্যুর ঘটনা বাড়ছে। এসব যানবাহন পরিচালনার ক্ষেত্রে সহজ হওয়ায় দ্রুত গতিতে চলাচল করতে গিয়ে রাস্তা পারাপাড়ে পথচারিরা বিপাকে পড়েছেন। এসব পরিবহনে যাত্রীসাধারণের অতিরিক্ত ঝাঁকুনি অনুভূত হয়। এতে মোড় ঘুড়ানোর সময় প্রায়ই দূর্ঘটনার শিকার হয় যানবাহন। অনেক ক্ষেত্রে মহিলাদের ওড়না চাঁকার সঙ্গে পেচিয়ে দূর্ঘটনা ঘটতে দেখা গেছে। স্কুল গামী ছাত্র/ছাত্রীরা রাস্তা পারাপারে ঝুঁকিতে থাকেন। বোনারপাড়া শিমুলতাইড় গ্রামের রিয়াল বলেন, এসব ভটভটি ও নছিমন চলাচল বন্ধ করে দেওয়া উচিৎ।