বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৮ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কাটাখালি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আলাই নদী বাম তীর নদী শাসন প্রকল্পের ৪’শ ফিট ব্লক ও অর্ধ-শতাধিক বসত বাড়ী নদী গর্ভে বিলিন হয়েছে। দ্রুত অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর এর নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা যায়, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের ফলিয়া দিগর, জালালতাইড়, কামালেরপাড়া, গজারিয়া উদগরিপাড়াশহ ২৫ টি গ্রাম কাটাখালি নদী ভাঙ্গন ও অকাল বন্যায় ফসলহানী থেকে রক্ষার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নদী শাসন প্রকল্পের আওতায় ২ কিলোমিটার নদীর বামতীর ব্লক দিয়ে নদী শাসনের কাজ সম্পন্ন করা হয়। এদিকে নদী শাসনের কাজটি ২ বৎসর অতিবাহীত হতে না হতেই জালাল তাইড় গ্রামে সাদেক আলীর ছেলে বালু ব্যবসায়ী মমিন মিয়া ও মালেনদহ ব্রীজ এলাকার সানোয়ার । উল্লেখিত নদী শাসন প্রকল্প সংলগ্ন এলাকা থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে উক্ত নদী শাসন প্রকল্পের ৪’শ ফিট ব্লক নদীতে দেবে যাওয়াসহ নদীর তীরবর্তি এলাকার ঘরবাড়ী নদী গর্ভে বিলীন হয়ে যায় । এছাড়া মালেনদহ ব্রীজ ঝুঁকির মধ্যে রয়েছে। বর্তমানে জালালতাইড়, ফলিয়া দিগরসহ বিশাল জনবসতী এলাকা নদী ভাঙ্গনের হুমকির মুখে পড়ায় এলাকাবাসীর পক্ষ থেকে মোকছেদ মন্ডল গত সোমবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।