সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
ভ্রামমান প্রতিনিধিঃ সাঘাটায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে বালু উত্তোলনে ব্রীজ ও আবাদী জমি হুমকির মুখে পড়েছে।
জানা গেছে, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কিংকর পুর গ্রামে কাটাখালি নদী থেকে ওই গ্রামের ফেরদৌস নামের এক ব্যক্তি নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে গত ৬ বছর ধরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে করে বহু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে একটি বড় ব্রিজ, আবাদি জমি ও বসতঘর। স্থানীয় চান মিয়া বলেন, বালু উত্তোলন বন্ধে অনেক জায়গায় ধর্না দিয়েও প্রতিকার পায়নি। আমার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।