শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে। বিলের উপর ২০১৯ – ২০২০ অর্থবছরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নির্মিত একটি (বক্স কালভার্ট) ব্রীজ। অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনে ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা গেছে, সাঘাটা উপজেলার ঘুড়িদহ গ্রামের মতিয়ার রহমান নামের এক ব্যক্তি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে তা বিক্রি করছেন। এতে ওই স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি করছেন এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে ব্রীজ, আবাদি জমিসহ বসত ঘর ভেঙ্গে যাবে। স্থানীয় লোকজন জরুরী ভিত্তিতে বালু উত্তোলন বন্ধে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।