সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ পূর্বাহ্ন

সাঘাটায় অবৈধভাবে বালু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেল না বাঁধ

সাঘাটায় অবৈধভাবে বালু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পেল না বাঁধ

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার নদী থেকে ইজারা ছাড়াই দীর্ঘদিন থেকে বাঁধ কেটে অবৈধভাবে বালু উত্তোলন করছে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার এবং হুমকির মুখে পড়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ঘরবাড়ীসহ ফসলী জমি।
জানা যায়, সাঘাটা উপজেলার ৩নং সাঘাটা ইউনিয়নের বাঁশহাটা ও ইটাকুড়ি গ্রাম থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ক্ষতি সম্মুখীন হচ্ছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বন্যা নিয়ন্ত্রন বাঁধটি কেটে কাকড়া দ্বারা দিনে রাতে বালু বিক্রি করে আসছে। নদীর দুই অংশের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে বালু তুলছেন একটি প্রভাবশালী মহল। স্থানীয় প্রশাসন অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশ দিলেও তারা তা বন্ধ করেনি। এরপর বিভিন্ন এলাকায় প্রতি ট্রাক্টর বালু ৭০০-১০০০ টাকা দরে বিক্রি করে তারা। প্রতিটি ট্রাক্টর প্রতিদিন কমপক্ষে ১০-১২ বার করে বালু নিয়ে যায়। তাতে ক্ষতি হচ্ছে সরকারের লক্ষ লক্ষ টাকার রাস্তা-ঘাট।
এ ব্যপারে এলাকার সচেতন মহল দাবী সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com