শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটার দেওয়ানতলা ব্রীজের উত্তর পার্শ্বে বাঙ্গালী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি ড্রেজার মেশিন জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের দেওয়ানতলা ব্রীজের উত্তর পার্শ্বে বাঙ্গালী নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে গতকাল সাঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদের নেতৃত্বে এক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ৪টি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং মেশিনসহ যাবতীয় সরঞ্জামাদী আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। উল্লেখ্য যে, সহকারী কমিশনার (ভূমি) সাকিল আহম্মেদ এ উপজেলায় যোগদান করার পর থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় একদিকে যেমন সরকারি সম্পদ রক্ষা হচ্ছে অন্যদিকে নদীর তীরবর্তী এলাকার জমি ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাচ্ছে।