বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটায় অবৈধ ড্রেজার নদীতে বসিয়ে বালু উত্তোলন করে অন্যের জমিতে রেখে ক্ষতিসাধন করছেন বালু ব্যবসায়ীরা। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বলিয়ারবেড় গ্রামের মোঃ আব্দুল আলিম জমি ক্রয় করে ঢাকায় কর্মস্থলে থাকেন। তার ছোটভাই রায়হানুল ইসলাম (সাইফুল) উক্ত জমি ভোগ দখলে চাষাবাদ করে আসছেন । উক্ত গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে বালু ব্যবসায়ী মোনারুল, আইয়ুব হোসেন ও আব্দুর রউফ দীর্ঘদিন যাবৎ বাঙালি নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে তা আব্দুল আলিমের জমিতে রাখেন এবং সেখান থেকে ট্রাক্টর যোগে বিক্রি করছেন। এতে রাস্তাসহ জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়। আসন্ন ইরি-বোরো ধানের মৌসুমে চাষাবাদে ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তারা। আব্দুল আলিমসহ কয়েকজন বাঁধা দিলে বালু ব্যবসায়ীরা তাদের গালিগালাজ, মারপিট করার জন্য চড়াও হয়। এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২১ নভেম্বর ২০২০ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার এবং সাঘাটা থানায় অভিযোগ দায়ের করা হলে উপজেলা প্রশাসন ড্রেজার মেশিন জব্দসহ বালু উত্তোলন বন্ধ করে দেয়। এদিকে বালু ব্যবসায়ীরা আবারো নতুন করে ড্রেজার বসানোর পাঁয়তারা করছেন। স্থানীয় লোকজন জানান, এভাবে বালু উত্তোলন করা হলে মেলানন্দহ ব্রিজসহ ঘরবাড়ি আবাদি জমি নদীতে ভেঙ্গে ব্যাপক ক্ষতিসাধন হবে। এসব অভিযোগ নিয়ে বালু ব্যবসায়ী মোনারুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের জমিতেই বালু রেখেছি।