বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৬ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার গটিয়া গ্রামে মিয়াবাড়ী থেকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এম.পি। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান প্রমুখ। উল্লেখ্য, সাঘাটা উপজেলার ১৩টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।