সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাঘাটা উপজেলার উল্যাবাজার এলাকায় গতকাল শনিবার সকালে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় সোহম সাহা (৯) নামের এক শিশুর নিহত হয়েছে। সোহম উল্যাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সুজন সাহার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার সকালে সোহম উল্যাবাজার-সাঘাটা সড়ক পার হচ্ছিল। এ সময় একটি অটোরিক্সা সোহমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।