শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার চকদাতেয়া গ্রামের নিয়ম বহিভুত ভাবে অগভীর নলকুপের সংযোগ দেওয়ার পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া গ্রামের মৃত শাহ মোফাজ্জল হোসেনের পুত্র এমদাদুল হক প্রায় ২০ বছর যাবৎ সেচ পাম্পের মাধ্যমে শতাধিক কৃষককে ইরি-বোরো জমিতে পানি সরবরাহ করে আসছে। সম্প্রতি একই গ্রামের নিপেন্দ্রনাথের স্ত্রী শ্রীমতি প্রতিমা রানী এমদাদের বিদ্যুৎ চালিত অগভীর নলকুপ স্কিমের মধ্যে ১শ ফিট দুরে বিএডিসির কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাযোসে অবৈধ ভাবে লাইসেন্স করেছে। এঘটনা জানতে পেরে এমদাদুল হক গত ১০ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এমতাবস্থায় উভয়ের পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মূহুতে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এব্যাপারে প্রতিপক্ষ শ্রীমতি রানী কোন কথা বলতে রাজি নন।