মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

সাঘাটার শিশু সাগর নিখোঁজ হওয়ার ৫ দিনপর যমুনা নদী থেকে লাশ উদ্ধার

সাঘাটার শিশু সাগর নিখোঁজ হওয়ার ৫ দিনপর যমুনা নদী থেকে লাশ উদ্ধার

সাঘাটা প্রতিনিধিঃ অবশেষে নিখোঁজ হওয়ার ৫ দিনপর গতকাল সকালে শিশু সাগরের (৪) লাশ যমুনা নদী থেকে উদ্ধার করেছে পরিবারের লোকজন। বাড়ির পার্শ্ববর্তী যমুনা নদীর তীরে রাখা একটি পরিত্যাক্ত নৌকার নিচে থেকে মৃত অবস্থায় সাগরের লাশ পাওয়া যায়। পরিবার এবং এলাকাবাসির ধারণা বন্ধুদের সাথে পরিত্যাক্ত নৌকায় খেলতে গিয়ে নৌকা থেকে পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। ফলে পানিতে ডুবে সাগরের মৃত্যু হয়।
উল্লেখ গত ২০ ফেব্রুয়ারী বিকেলে সাগর হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com