বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৮ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ গতকাল রবিবার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের মুন্সিরহাটে যমুনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি।
পরিদর্শনকালে তিনি যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে বালু ভর্তি জি.ও ব্যাগ ফেলে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। এই উন্নয়ন কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এই যমুনা নদীর ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নিবেন বলে আমি আশা করছি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন জাহাঙ্গীর, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ টি এম রেজাউর রহমান, জেলা সিনিয়র প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মিঠুন কুন্ডু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট প্রমুখ।