শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:২২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে গত মঙ্গলবার বিকেলে বোনারপাড়া হাট অফিসে বোনারপাড়া মাছ বাজারকে ফরমালিন মুক্ত মাছ বাজার ঘোষণা করার নিমিত্বে বাজার কমিটি এবং বিভিন্ন ষ্টেক হোল্ডারদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর। বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ নাজমুল হুদা দুদু, উপ-সহকারী প্রকৌশলী হারুন, বোনারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ প্রধান, হাট ইজারাদার মিলন মিয়া, ক্ষেত্র সহকারী হিমন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলী, তাপস পাল, মৎস্য ব্যবসায়ী সচিন চন্দ্র দাস প্রমুখ। বক্তারা আগামী ৯ই অক্টোবর হইতে ৩০শে অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ বিষয়ে আলোকপাত করেন।