সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৪৭ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে ষ্টেশন চত্বরে গতকাল বুধবার রামসাগর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে ষ্টেশন চত্বরে এক পথ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, আলহাজ্ব নাজমুল হুদা দুদু, সামছুল হক সরকার, আশরাফুল আলম আজাদ, শাহ মোখলেছুর রহমান, নাছিরুল আলম স্বপন, প্রভাষক শাহ আলম, মুজাহিদুল ইসলাম বকুল, জাহিদুল ইসলাম, নজির হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আগামী শনিবারের মধ্যে রামসাগর এক্সপ্রেস ট্রেনটি পূণরায় চালু না করা হলে সকল ট্রেন বন্ধ করে দেওয়া হবে বলে জানান। সেই সাথে গাইবান্ধা থেকে একটি আন্তনগর ও বোনারপাড়া হইতে ভরতখালী পর্যন্ত শ্যাটল ট্রেনটি পূণরায় চালু এবং এই রুটে সকল বন্ধ ট্রেন চালুর জোর দাবি জানানো হয়।