শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজার, উল্যা সোনাতলা, বটতলা, বারকোনা, বাজিত নগর, জুমারবাড়ী, সাঘাটা, কচুয়া, উল্যা ভরতখালী, গটিয়া, নয়াবন্দর, বোনারপাড়া কলেজ মোড় সহ বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও উপজেলা প্রশাসন গতকাল শনিবার সামাজিক দুরুত্ব বজায় রাখার সচেতনতা মূলক পরামর্শ ও লিফলেট বিতরণ করেন।
উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ঢাকা ফেরত একই বাড়িতে ১৩ জন ব্যাক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং ওই বাড়িতে সতর্কবাণী হিসেবে লাল পতাকা টাঙ্গানো হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, সেনাবাহিনী ক্যাপ্টেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা ওসি বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, বোনারপাড়া ইউপি সদস্য আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।