রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৫ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হাতে অষ্টম শ্রেণীর ছাত্রী পারভিন আক্তার (১৫) নির্যাতনের শিকার হয়েছে।
জানা গেছে, উত্তর সাথালিয়া গ্রামের বাতেন মিয়া গত ২৭ ফেব্রুয়ারী মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী পারভিন আক্তারের পড়া শুনার খোঁজ নিতে বিদ্যালয়ে যান। ঘটনার দিন বিদ্যালয়ের অফিস সহকারী মামুনুর রশিদ মামুনের সাথে বিদ্যালয়ে পড়া শুনা হয় না কথা বলতে গিয়ে এক পর্যায়ে মামুন রাগাঙ্গিত হয়ে পারভিনের বাবা বাতেনকে বলে সালা তোকে কী জবাব দিতে হবে ? এই বলেই সে বাতেনকে এলো পাথারি ভাবে কিল ঘুসি লাত্থি মারে। পারভিন ক্লাস থেকে বের হয়ে দেখে বাবাকে মারধর করে মামুন। এমত অবস্থায় পারভিন দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে আমার বাবাকে আর মারেন না। এ কথা বলার সাথে সাথে মামুন পারভিনকে তার তলপেটে লাত্থি মেরে মাটিতে ফেলে দেয় আর বলে তুই সড়েজা, নাহলে তোর আবস্থাও খারাপ হয়ে যাবে। পরে তার মা খবর পেয়ে ঘটনার স্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় আহত অবস্থায় পারভিনকে সাঘাটা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পারভিনের শারীরিক অবস্থা আশংখ্যা জনক হওযায় কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন এবং সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন।