রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-পলাশবাড়ীর মধ্যবর্তী সাকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড স্থাপন, গাইবান্ধায় মেডিকেল কলেজ- কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ব্রহ্মপুত্র সেতু অথবা টানেল বাস্তবায়নসহ ১০ দফা দাবিতে গাইবান্ধা নাগরিক মঞ্চের উদ্যোগে গতকাল খোর্দকোমরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে গণসমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী সাকোয়া ব্রীজে ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেনের আহ্বানে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, অবলম্বন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী প্রমুখ।