শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে গতকাল শনিবার ঢোলভাঙ্গা বাজারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও গণসমাবেশের কর্মসূচি পালিত হয়। সাকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ্চ, পলাশবাড়ী এসব কর্মসূচির আয়োজন করে।
ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, জেলা গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবীর তনু, মৃনাল কান্তি বর্মন, ওয়ারেছ আলী, কাজী একরাম হোসেন, অঞ্জলী রাণী প্রমুখ।
উল্লেখ্য, গাইবান্ধার সাবেক জেলা প্রশাসক ডঃ কাজী আনোয়ারুল হক পলাশবাড়ি উপজেলার সাঁকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অর্থনৈতিক অঞ্চল ইপিজেড করার প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেছিলেন, যা গাইবান্ধাবাসী সার্বজনীনভাবে গ্রহণ করেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ষড়যন্ত্রকারী মহল তৎকালীন জেলা প্রশাসকের প্রস্তাবনা ধামাচাপা দিয়ে বিরোধপূর্ণ একটি জায়গায় ইপিজেড করার পায়তারা করছে। অথচ সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী হবে। কারণ, এখানে ইপিজেড নির্মিত হলে রাজপথ, রেলপথ, নৌপথ, হেলিপ্যাড ব্যবহারের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও গাইবান্ধা সদর উপজেলার কর্মজীবী মানুষসহ আশেপাশের জেলার কর্মজীবী মানুষ ইপিজেডে সহজ যোগাযোগের কারণে যাতায়াত করতে পারবে।
বক্তারা বলেন, আগামী সাতদিনের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরোধপূর্ণ জায়গায় ইপিজেড স্থাপনের বেপজার এক তরফা ঘোষনা প্রত্যাহার না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে পলাশবাড়ির সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।